ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আজ মঙ্গলবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল থানা ও শেরেবাংলা নগর থানা পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এতে বলা হয়, মতিঝিল থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে মতিঝিল থানাধীন শাপলা চত্বর এলাকায় ঘরোয়া খাবার হোটেলের সামনের পাকা রাস্তায় কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা ১২০-১৫০ জন সদস্য জড়ো হয়। তারা সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে মতিঝিল থানা পুলিশ আওয়ামী লীগের শ্লোগান সম্বলিত ব্যানারসহ দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। অন্যরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে, হঠাও ইউনূস বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এবং ‘ঢাকা...