কিন্তু জুলাই গণঅভুত্থানে শেখ হাসিনার পতন হলে উপজেলা পরিষদও বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর কিছুদিন পালিয়ে বেড়ালেও এখন প্রকাশ্যই ঘুরছেন সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল। এদিকে চাকুরী না পাওয়ায় টাকা ফেরত পাবার জন্য চাকুরী প্রত্যাশি শতাধিক যুবক সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মন্ডলের বাড়িতে গেলে বিভিন্ন তারিখে টাকা দেবার আশ্বাস দিলেও কোন টাকা দেন নাই। সর্বশেষ সোমবার টাকা দেবেন বলে তারিখ দেন। সকাল থেকে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা চাকুরী প্রত্যাশিরা তার পীরগঞ্জ পৌর শহরের ওসমানপুর এলাকার আলী শানি বাড়িতে অবস্থান নেন। তাদের টাকা ফেরত দেবার কথা বলে নুর মোহাম্মদ কৌশলে বাড়ি থেকে সটকে পড়েন বলে চাকুরী দেবার নামে প্রতারিত প্রত্যাশিরা জানান। অবশেষে হত সোমবার সকাল ৯টা থেকে সাবেক উপজেলা চেয়য়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু...