১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ পিএম ইসরাইল ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলা চালিয়েছে। ইসরাইল বলছে, এই অভিযানটির লক্ষ্য হুথিদের ওপর দমনমূলক কার্যক্রম। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই হামলার তথ্য প্রথমবার নিশ্চিত করেছে হুথি সমর্থিত আল মাসিরাহ টিভি। গণমাধ্যমটি ১২টি বিমান হামলার খবর জানিয়েছে। হামলার কয়েক ঘণ্টা আগে হোদেইদা থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেয় ইসরাইল। এরপর বিমান থেকে মিসাইল ও বোমা ছোড়ে তারা। হামলার সত্যতা নিশ্চিত করে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “হুতি বিদ্রোহীরা হোদেইদা বন্দরকে ইরানি অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করে। এসব অস্ত্র ইসরাইলের বিরুদ্ধে ব্যবহার করা হয়।” হোদাইদা বন্দর সম্পূর্ণ বেসামরিক একটি অবকাঠামো। ইয়েমেনের অর্থনীতির বড় অংশ এই বন্দরের ওপর নির্ভরশীল। দেশটির হুতি বিদ্রোহীরা জানিয়েছে, সাধারণ মানুষের দুর্দশা বাড়াতে ইসরাইল ইচ্ছাকৃতভাবে হোদেইদা বন্দরে হামলা...