চিনের এক নামকরা রেস্তরাঁয় ঢুকে স্যুপের পাত্রে প্রস্রাব করার অভিযোগে দুই কিশোরকে ২২ লাখ ইউয়ান (৩ লাখ ৯,০০০ মার্কিন ডলার) জরিমানার নির্দেশ দিয়েছে আদালত। ঘটনার সাত মাস পর অবশেষে সাজা পেল অভিযুক্ত দুই কিশোর। ঘটনাটি ঘটেছিল এ বছরের ফেব্রুয়ারিতে। চীনের সবচেয়ে বড় এবং জনপ্রিয় হটপট রেস্তরাঁ হাইদিলাও-এর সাংহাই শাখায় ঢুকেছিল ১৭ বছরের দুই কিশোর। মদ্যপ অবস্থায় রেস্তরাঁয় ঢুকেই তারা ডাইনিং রুমের ভাপ ওঠা স্যুপের পাত্রে প্রস্রাব করে। সেই ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টও করে দুই কিশোর। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে ব্যাপক সমালোচনা শুরু হয়। যদিও কেউ ওই স্যুপ খেয়েছে বলে প্রমাণ মেলেনি, তবে ঘটনাটির পর হাইদিলাও কয়েক হাজার ক্রেতাকে ক্ষতিপূরণ দিয়েছিল। মার্চ মাসে হাইদিলাও আদালতে ২ কোটি ৩০ লাখেরও বেশি ইউয়ান ক্ষতিপূরণ দাবি করে, যা গ্রাহকদের...