নেপালে আগামীকাল বুধবার জাতীয় শোক ঘোষণা করেছে সুশীলা কার্কির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ ছাড়া আন্দোলনে, ৮ ও ৯ সেপ্টেম্বরে নিহতদের শহীদ ঘোষণা করে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষকৃত্য হবে বলে জানিয়েছেন সদ্য শপথ নেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরিয়াল। ওম প্রকাশ আরিয়াল বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া, নিহতদের পরিবারকে ১০ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ রুপি আর্থিক সহায়তা দেয়ার সিদ্ধান্তও নিয়েছে সরকার। আর, বিনামূল্যে চিকিৎসা দেয়া হবে আহতদের। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরও...