সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, যারা সরকারি স্থাপনায় হামলা করেছে তারা ‘হামলাকারী’। সাধারণ মানুষ কখনও এসব হামলা-ভাঙচুর করতে পারে না। হামলাকারী যারা থানায় হামলা করলো তাদেরকে ছাড় দেব? কখনই না; সে যেই হোক, যে দলের হোক। যারা জনগণের জানমাল ধ্বংস করেছে তাদের ছাড় নেই।’ মঙ্গলবার দুপুরে ঢাকাটাইমসের সঙ্গে একান্ত আলাপকালে রেজাউল করিম মল্লিক এসব কথা বলেন। সোমবার বিক্ষুব্ধ জনতা ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে হামলা এবং ভাঙচুরের পাশাপাশি উপজেলা অফিসার্স ক্লাবে অগ্নিসংযোগ করে। এদিন ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে শুরু হওয়া ‘লং মার্চ টু ভাঙ্গা’ দুপুর ১২টার মধ্যে গোলচত্বর...