মানিকগঞ্জ শিবালয়ের স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ৫ যুবকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে তেওতা এলাকাবাসী। মেয়েকে উত্তপ্ত করার বিষয়ে ভুক্তভোগী ছাত্রীর পিতা শিবালয় থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। যার প্রেক্ষিতে অভিযুক্তদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। শিবালয় থানার উপ-পুলিশ পরিদর্শক সুমন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। শিবালয় উপজেলার সাতুরিয়া গ্রামের পান্নু শেখের ছেলে ইমরান শেখ (২৩), একই গ্রামের আলী চান খাঁর ছেলে আশিক খাঁ (২৪), চর ধু্লয়িার বিষা খাঁর ছেলে শিপন খাঁ (২৪), পশ্চিম পয়লার তোতা শেখের ছেলে ইয়াছিন শেখ (২২) ও ভাঙ্গা বাড়ীর আজাহার আলীর ছেলে ফরিদ শেখদের (২৩) এই মামলায় আটক হয়েছে। অভিযোগে জানা গেছে, ভুক্তভোগী ষাইট ঘর তেওতা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। রবিবার বিকেলে...