কামরুল আহসান:জাকসু নির্বাচন হলো আমাদের ২৪ এর গণঅভ্যুত্থানে অন্যতম যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা হলো গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনরুদ্ধার করা। জাতীয় নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচনের মাধ্যমে এই গণ-আকাঙ্ক্ষার শুরু হলো- ডাকসুর পড়ে জাকসুর হলো। জাকসু নিয়ে যে আশঙ্কার কথা বলা হয়েছিলো। আমি মনে করি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল দলের মধ্যে জাকসুর দাবি নিয়ে জোটবদ্ধ ছিল। ফলে শিক্ষার্থীদের এই দাবির বিপরীতে অন্য কোনো আশঙ্কাকে আমি আশঙ্কা মনে করি না। এ অব্যবস্থাপনার বিষয়ে নির্বাচন কমিশন থেকে আমি অবগত হয়েছি, নির্বাচন কমিশনে যে অভিযোগগুলো নির্বাচনের দিন এসেছে, নির্বাচন কমিশন গঠনতন্ত্র অনুযায়ী ব্যাখ্যা দিয়েছে এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের পত্র দিয়ে জানিয়ে জবাব নিয়েছে। আইনি পরামর্শ নিয়ে তারা কার্যক্রম পরিচালনা করেছে। বিশ্ববিদ্যালয়ে লিগ্যাল এডভাইজার এর মতামত নিয়ে ভোট গ্রহণ ও গণনা চলমান থাকার পরামর্শ দেন। যে প্রশ্ন...