১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম ব্যাট হাতে ঝড় তুলেছেন তানজিদ হাসান। সাইফ হাসান দিলেন তাকে দারুণ সঙ্গ। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে উড়ন্ত শুরু পেল বাংলাদেশ। আবু ধাবিতে মঙ্গলবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৮৭ রান। ২৮ বলে ৩০ রান করে ফিরেছেন দলের পর একাদশে ফেরা সাইফ। ২২ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৪৭ রানে ব্যাট করছেন তানজিদ। ১১ বলে ৯ রানে অপরাজিত লিটন। এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। আবু ধাবির জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টায়। বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন। বাদ পড়েছেন শ্রীলঙ্কা ম্যাচে খেলা পারভেজ...