যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল রানাকে ১০ বছরের সশ্রম কারান্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার স্পেশাল দায়রা জজ এস. এম. নূরুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত সোহেল রানা মণিরামপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি ঝিকরগাছার মোবারকপুর গ্রামে বসবাস করেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরেক আসামি বেনাপোলের ভবেরবেড় গ্রামের মৃত হোসেন আলীর ছেলে রবিউল ইসলাম কালুকে খালাস প্রদান করেছে আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ। আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ আগস্ট ভোরে ডিবির কাছে খবর আসে, যশোরের কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সোহেল ঝিকরগাছায় নিজ বাড়িতে অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষণিকভাবে ডিবির একটি...