মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গরমের প্রভাবের দিক দিয়ে বিশ্বের দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। গরমের তীব্রতায় শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত সমস্যায় আড়াই কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। গত বছরের এপ্রিলে ৫০ বছরের মধ্যে সর্বাচ্চ তাপমাত্রা ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বাংলাদেশে। ১৯৮০ থেকে ২০২৩ সালের মধ্যে তাপমাত্রা এক দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তাপমাত্রা বৃদ্ধির দিক দিয়ে ঢাকাকে বিশ্বের ‘হটস্পট’ বা ‘হট আইল্যান্ড’ বলে উল্লেখ করে সংস্থাটি। ঢাকার তাপমাত্রা বৃদ্ধির জন্য সরাসরি রাজউককে দায়ী করেন পরিবেশ, বন...