রাজধানীর আদাবরের বালুর মাঠ এলাকায় কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে মোহাম্মদ রিপন ওরফে নিপু (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল পৌনে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রিপন রাজু গ্রুপ নামের একটি কিশোর গ্যাংয়ের সদস্য ছিলেন। এ তথ্য নিশ্চিত করে ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) একে এম মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার ভোরে আদাবরের ১৭ নম্বর বালুর মাঠ এলাকায় রাজু গ্রুপের সদস্য রিপনকে প্রতিদ্বন্দ্বী বেলচা মনির গ্রুপের সদস্যরা কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’ তিনি আরও জানান, নিহত রিপনের বিরুদ্ধে ভোলার তজুমদ্দিন ও বোরহানউদ্দিন থানায় দুটি মামলা...