সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজের সাত দিন পর এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পিয়াইন নদীর বল্লাঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে জানান গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম। নিহত আবু সুফিয়ান (২৬) গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় ইলেকট্রনিক মেকানিক ছিলেন। ওসি তরিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, গত বুধবার...