ঢাকার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে তিন দিনব্যাপী বহুমুখী পাটপণ্য মেলা। জেলা প্রশাসক তানভীর আহমেদ মঙ্গলবার বিকেলে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) আয়োজিত এ মেলায় মোট ৩২টি স্টলে পাটপণ্য প্রদর্শন করা হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধন শেষে তানভীর আহমেদ বলেন, “আমরা চাচ্ছি, ক্রমান্বয়ে পলিথিন এবং ক্ষতিকারক যে প্লাস্টিক পণ্য আছে সেগুলোর পরিবর্তে পরিবেশবান্ধব পাটজাত পণ্যকে উৎসাহিত করতে, সেই দৃষ্টিকোণ থেকে এ মেলার আয়োজন।” সবাইকে নিয়ে এ মেলায় আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই মেলায় সাড়া পেলে এ ধরনের উদ্যোগ সামনে আরও নিতে উৎসাহিত করবে। পাটজাত, পরিবেশবান্ধব পণ্যের বিস্তার ঘটানো এ মেলার মূল উদ্দেশ্য।” সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট...