দুবাইয়ের আলো ঝলমলে জীবনের আড়ালে চলছে এক ভয়াবহ বাস্তবতা। একটি আন্তর্জাতিক নারী পাচার ও যৌন শোষণের চক্রের নেতৃত্বে আছেন একজন সাবেক বাসচালক, যিনি এখন বিলাসবহুল যৌন পার্টির ‘সাপ্লায়ার’। অনুসন্ধানে উঠে এসেছে, উগান্ডা থেকে আসা নারীদের নানা প্রলোভনে এনে তাঁদের দিয়ে চালানো হচ্ছে অবমাননাকর যৌন কাজ। এই চক্রের মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছেন চার্লস মোসিগা, যিনি নিজেকে লন্ডনের প্রাক্তন বাসচালক হিসেবে পরিচয় দেন। অনুসন্ধানকারী দলের এক ছদ্মবেশী প্রতিবেদককে মোসিগা সরাসরি বলেন, তিনি এক হাজার ডলার থেকে শুরু করে বিভিন্ন মূল্যে নারী সরবরাহ করতে পারেন—এবং অনেক নারী “প্রায় সবকিছু” করতেও প্রস্তুত। অনুসন্ধানে দেখা গেছে, উগান্ডার দরিদ্র পটভূমি থেকে আসা অনেক নারী বিশ্বাস করেছিলেন, তাঁরা দুবাইয়ে গিয়ে হোটেল বা সুপারমার্কেটে কাজ করবেন। কিন্তু বাস্তবে তাঁদের ঠাঁই হয় যৌন বাণিজ্যে। ‘মিয়া’ (ছদ্মনাম) নামের এক...