নেত্রকোণা সদর উপজেলায় একটি মন্দিরে রাতের আঁধারে দুর্গা পূজার প্রতিমা ভাঙচুর করা হয়েছে। উপজেলার বাংলা ইউনিয়নের কান্দুলিয়ায় অস্থায়ী পূজা মণ্ডপের প্রতিমা সোমবার রাতের কোনো এক সময় ভাঙচুর করা হয় বলে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান। কান্দুলিয়া দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি মিঠুন রায় মঙ্গলবার বলেন, “রাত আড়াইটা নাগাদ আমাদের লোকজন মণ্ডপে ছিলেন। পরে সকাল ৬টার দিকে মণ্ডপে গিয়ে কার্তিক ও অসুরের প্রতিমা ভাঙচুরের বিষয়টি নজরে আসে। কার্তিকের একটি হাত এবং অসুরের মাথা ভাঙা হয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়। “আজ প্রতিমা শিল্পীকে আনিয়ে ভাঙচুর করা প্রতিমা ঠিকঠাক করানো হয়েছে। বিষয়টি নিয়ে পূজা কমিটিসহ স্থানীয়রা উদ্বিগ্ন। আজ থেকে মণ্ডপ সারারাত পাহারার জন্যে লোক রাখা হয়েছে।” মামলার বিষয়ে জানতে চাইলে রাত ৮টার দিকে পূজা উদযাপন কমিটির সভাপতি বলেন, “আমরা মামলা করতে...