হেফাজতে মৃত্যু সরাসরি মানবাধিকার লঙ্ঘন এবং এটি আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহির ঘাটতি স্পষ্ট করে—এমন মন্তব্য করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সম্প্রতি সিলেট ও মৌলভীবাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে দুই নাগরিকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই মন্তব্য করে। আসক বলছে, এ ধরনের ঘটনা নাগরিকদের নিরাপত্তার অধিকারকে হুমকির মুখে ফেলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটে র্যাব-৯ এর হেফাজতে থাকা তানভীর চৌধুরী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর জৈন্তাপুর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব কার্যালয়ে নেওয়া হয়। ১৪ সেপ্টেম্বর রাতে তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করে র্যাব। অন্যদিকে, গত ১৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাজতখানার...