লন্ডন, শিকাগো, মেলবোর্ন, রোম, মুম্বাইয়ের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জেতা ‘বাড়ির নাম শাহানা’ মুক্তি পেতে যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। আগামী ১৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছে এর পরিচালক লীসা গাজী।এটি তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। পরিচালক বলেন, এটি আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। নিজের জীবনকে নিজের মতো করে যাপন করার সরল চাওয়া দীপাকে দুঃসাহসী এক নারীসত্তা হিসেবে হাজির করে। এটি বিষণ্ণ করার সিনেমা নয়, বরং জীবনের জয়গানে মুখর। সত্য ঘটনা অবলম্বনে এক নারীর স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন ও সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘বাড়ির নাম শাহানা’। নব্বইয়ের দশকের রক্ষণশীল মফস্বল পরিবেশে বড় হওয়া দীপা যার কৈশোরের একটি জেদের মাসুল দিতে হয় পরিবারের চাপে ইংল্যান্ডপ্রবাসী এক বিপত্নীকের সঙ্গে ট্রাংক কলে বিয়ে বাঁধার মাধ্যমে। একা দীপা লন্ডনে পাড়ি জমায় ভাগ্যের অজানা রাস্তায়। কিন্তু সেখানে...