চট্টগ্রাম:উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ। শেষ দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট মনোনয়ন সংগ্রহ করেছে ৮৯৩ জন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী।কমিশনের দেওয়া তথ্যানুযায়ী, তৃতীয় দিন মনোনয়ন ফরম বিতরণ করা হয় ৮৯৩টি।এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে মনোনয়ন সংগ্রহ করে ৩৭৭ জন এবং হল সংসদ পদে মনোনয়ন ফরম সংগ্রহ করে ৫১৬ জন। এছাড়া, গত তিন দিনে মোট মনোনয়ন সংগ্রহ করেছে ১ হাজার ৬৩ জন। এর মধ্যে ৪৭৪ কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে এবং ৫৮৯ জন ছাত্র ও ছাত্রী হল সংসদের বিভিন্ন পদে লড়বেন। তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ তারিখ ১৭...