বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণকে গণতন্ত্র ও ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারলে কোনো হুংকারেই আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না। বাংলাদেশের গণতন্ত্র যদি থাকে, সংস্কার বাস্তবায়ন হবে, বিচার হবে, লুণ্ঠনকৃত অর্থ ফেরত আসবে, আজকে যে মব সন্ত্রাস করা হচ্ছে সেটি বন্ধ হবে এবং সর্বোপরি বাংলার মাটিতে স্বৈরাচারের বিচার হবে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের হলরুমে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, বিভিন্নভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য পাঁয়তারা করা হচ্ছে, এখনো ঐকমত্যের পরিসরে আলোচনা চলছে এবং উপদেষ্টারা সবাই মিলে আলোচনা করছেন। কিন্তু কেউ কেউ রাজপথে নামার হুংকার দিচ্ছে। হুংকার দেওয়া কোনো সমস্যা নয়, গণতান্ত্রিক রাজনীতিতে হুংকার দিয়েও পারেন; কিন্তু আমরা জানি,...