স্পনসর না থাকায় চলমান এশিয়া কাপে জার্সির বুকে প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের লোগো ছাড়াই খেলছে ভারত ক্রিকেট দল। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) খুঁজে পেল নতুন স্পন্সর। দেশটির ক্রিকেট দলের নতুন প্রধান স্পনসর হয়েছে অ্যাপোলো টায়ার্স।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, হরিয়ানাভিত্তিক বহুজাতিক এই টায়ার উৎপাদনকারী কোম্পানি প্রতি ম্যাচে সাড়ে ৪ কোটি রুপি দেবে, যা আগের স্পনসর ড্রিম১১–এর চেয়ে ৫০ লাখ রুপি বেশি। ড্রিম১১ ম্যাচপ্রতি বিসিসিআইকে ৪ কোটি রুপি দিত।ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে অ্যাপোলো টায়ার্সের চুক্তি আড়াই বছরের। যার মেয়াদ শেষ হবে ২০২৮ সালের মার্চে। এই সময় পর্যন্ত ভারতীয় দল দ্বিপক্ষীয় সিরিজে ১২১টি ও আইসিসির প্রতিযোগিতায় কমপক্ষে ২১টি ম্যাচ খেলবে।ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ জানতে পেরেছে, সফটওয়্যার কোম্পানি ক্যানভা ও টায়ার-টিউব উৎপাদনকারী কোম্পানি জে কে টায়ার্সও ভারতীয় দলের মূল স্পনসর হতে...