রংপুর অপরাধ দমনে বিশেষ শাখা রংপুর কেন্দ্রীয় কারাগারের গেট থেকে সাবেক বাণিজ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা টিপু মুনশির ব্যক্তিগত সহকারীসহ (পিএ) ৩ জনকে গ্রেফতার করেছে। তাদের সোমবার গ্রেফতার করা হলেও রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ তা আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার গণমাধ্যমকে জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মহানগর আওয়ামী লীগের সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সহকারী লাবলু মিয়া, পীরগঞ্জ থানা যুবলীগের সদস্য ও ওসমানপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে সাগর মিয়া (২৮) ও নগরীর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কমল চন্দ্র রায় (৬০)। মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে রংপুর নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সেই সঙ্গে অপরাধ দমনে কোতোয়ালি থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট তল্লাশি, মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন ও পলাতক আসামি গ্রেফতারে কাজ করছে পুলিশ।...