বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের নারী ইউপি সদস্য হেনা আক্তার বুলবুলকে অবৈধ সার মজুতের মামলায় জেলহাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ইউপি সদস্য মামলার খোঁজ নিতে থানায় এলে পুলিশ তাকে গ্রেফতার করে। বিকালে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে হেনা আক্তারকে জেলহাজতে পাঠান। ১৪ সেপ্টেম্বর রোববার বিকালে আমতলী থানার এসআই কমল চন্দ্র দের নেতৃত্বে পুলিশের একটি দল ও উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী উদ্ভিদ কর্মকর্তা মো. জিয়াউর রহমানের যৌথ অভিযানে হেনা আক্তারের বসতঘর ও মুরগির ফার্ম থেকে ৬৪ বস্তা অবৈধ সার উদ্ধার করা হয়। এসব সারের মধ্যে ৪১ বস্তা ইউরিয়া, ১৩ বস্তা টিএসপি, ৯ বস্তা এমওপি, ১ বস্তা ডিএপি সার ছিল; যার সরকারি মূল্য প্রায় ৮০ হাজার ২৫০ টাকা। অভিযানের খবর পেয়ে ইউপি সদস্য হেনা আক্তার ও তার স্বামী...