প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত আলকাছকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। ঘটনার পর উভয় যানবাহনের চালক পালিয়ে যায়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখালে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত টমটমের সংঘর্ষে আলকাছ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ছেলে রুমান মিয়া (১৭)। গতকাল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলকাছ মিয়া চুনারুঘাট উপজেলার রাণীগাঁও ইউনিয়নের চাটপাড়া গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে। দুপুরে হবিগঞ্জ জেলা সদরে পাসপোর্ট করতে এসেছিলেন। পরে সিএনজি অটোরিকশায় করে...