সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনা বা নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দিনাজপুরের হাকিমপুর পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের সেনা বা নৌবাহিনীর কর্মকর্তা পরিচয়ে বন্ধুত্ব গড়ে তুলে স্বর্ণ, হীরা কিংবা ডলার পাঠানোর নাম করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন।আরো পড়ুন:হুংকার দিয়ে জাতীয় নির্বাচন ঠেকান যাবে না: জাহিদ হোসেনমাঠের জবাব মাঠে দেওয়া হবে: সালাহউদ্দিন হুংকার দিয়ে জাতীয় নির্বাচন ঠেকান যাবে না: জাহিদ হোসেন এ অভিযোগের ভিত্তিতে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর শান্তিনগর এলাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট ফারুককে গ্রেপ্তার করে। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের বাসিন্দা। এদিকে, এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিক স্খলনের কারণে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর)...