ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছেন, ৫ আগস্টের পর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মশক নিধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি হয়।নীরব বলেন, জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে এখন থেকেই সব রাজনৈতিক দলকে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তা না হলে গণতন্ত্র, রাষ্ট্র এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়বে।বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না জানিয়ে তিনি বলেন, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। জনগণের অধিকার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত করাই বিএনপির একমাত্র লক্ষ্য।দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ও প্রতিবাদ জামায়াতেরসাইফুল আলম নীরব বলেন, গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে...