বরগুনার আমতলী পৌর যুবলীগ সভাপতিকে ব্যারাকে আপ্যায়ন, অনৈতিক সুবিধা দেওয়ার বিষয়টি সামনে আসার পর পরিদর্শকসহ আদালত পুলিশের ছয় সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল-মামুন শিকদার মঙ্গলবার বলেন, সোমবার বিকালে আমতলী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত থেকে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সদস্যরা হলেন- আদালত পরিদর্শক বশির আলম, এএসআই মামুন, কনস্টেবল আশীষ, মো. ফয়সাল, সোহরাব মিয়া ও শাহদাত হোসেন। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। পুলিশ জানায়, সন্ত্রাস দমন, বিস্ফোরক নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার হন আমতলী পৌর যুবলীগের সভাপতি আরিফ-উল হাসান। তিনি ২ সেপ্টেম্বর আমতলী আদালতে হাজিরা দিতে যান। তখন পুলিশ সদস্যরা তাকে ব্যারাকে নিয়ে আপ্যায়ন করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। সেই...