বনশ্রী আজ (১৬ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস, কিডনি সমস্যা, হৃদরোগ, উচ্চরক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। নব্বই দশকের জনপ্রিয় নায়িকা বনশ্রীর শেষ সময় কেটেছে গুচ্ছগ্রামে। অভাব-অনাটন আর বিভিন্ন রোগে জীবনে নেমে এসেছিলো চরম দুর্ভোগ। মানুষজনের কাছ থেকে হাত পেতে কিনতে হয়েছে ওষুধ ও খাবার। অনেক সময় না খেয়েও থেকেছেন এক সময়ের পর্দা কাঁপানো নায়িকা বনশ্রী। খোঁজ নিয়ে জানা যায়, তার পুরো নাম সাইনা শিকদার বনশ্রী। ১৯৭৪ সালের ২৩ আগস্ট জন্ম তার। মাদারীপুরের শিবচর পৌরসভার গুয়াতলা এলাকার মজিবর শিকদার ও সবুরজান রিনা বেগমের ঘরে এই নায়িকার জন্ম হয়। দীর্ঘদিন সিনেমা জগতে অভিনয় করার পর শেষ সময়ে অভাবের মধ্যে দিন কাটে তার। এক সময় ঢাকার বস্তিতে থেকেছেন। সংসার চালানোর জন্য রাস্তায় ফুল ও বই বিক্রি করতেন।...