এশিয়া কাপের ১৭তম আসর চলছে। আজ নবম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হংকংয়ের বিপক্ষে জয়ে মিশন শুরু করা বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ে শঙ্কিত। আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে হেরে গেলে টাইগারদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। তবে এই ম্যাচেই একটি মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ। ১৯ বছর পর আজ বাংলাদেশ ২০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলছে। এর আগে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ২০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার ক্লাবে পৌঁছায়। সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছে পাকিস্তান দল। ২৭৪ ম্যাচে দলটি জিতেছে ১৫৬টি ম্যাচে। সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জিতেছে ভারত। ২৪৯ ম্যাচে ভারতের জয়...