‘ধান রোপনের ২৫ দিন হয়েছে। জমিতে লেদা ও পাতা মোড়ানো পোকা দেখা দিয়েছে-এখন কী করা যায়?’-এভাবেই নিজের জমির ফসলের সমস্যার কথা বলছিলেন গোপালগঞ্জের কৃষক কামাল হোসেন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, প্রশ্ন করার কিছুক্ষণের মধ্যেই দেশের বিভিন্ন জেলা থেকে কৃষকেরা একের পর এক পরামর্শ দিতে থাকেন। একজন জানান ‘এমিস্টার টপ’ নামের একটি কার্যকর ছত্রাকনাশকের কথা। আরেকজন বলেন, কিভাবে ‘সিনারিল ৮৫ ডব্লিউপি’ ২০ লিটারের পানিতে মিশিয়ে বিকেল বেলা স্প্রে করতে হবে। এই আলোচনায় আগ্রহ দেখান আরও কয়েকজন কৃষক। শেষ পর্যন্ত সমাধানটি কাজে লাগে কামালসহ সবারই। এভাবেই দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের এক প্ল্যাটফর্মে যুক্ত করেছে একটি মোবাইল অ্যাপ—ফলন। এই অ্যাপের সবচেয়ে ব্যতিক্রমী ফিচারটির নাম—‘আড্ডা’। এটি অনেকটা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের মতো, তবে শুধুই কৃষকদের জন্য—যেখানে দেশের নানা প্রান্তের কৃষকেরা একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছেন।...