১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। আবু ধাবির জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টায়। বাংলাদেশের একাদশে চারটি পরিবর্তন। বাদ পড়েছেন শ্রীলঙ্কা ম্যাচে খেলা পারভেজ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মেহেদী হাসান। একাদশে ঢুকেছেন সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ। তার মানে তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলছে টাইগারা। সুপার ফোর নিশ্চিত করতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সেই সঙ্গে উন্নতি করতে হবে নেট রান রেটেও। হারলেই বিদায় নিতে হবে প্রথম পর্ব থেকেই। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে এখন চূড়ায় শ্রীলঙ্কা (১.৫৪৬)। হংকংয়ের বিপক্ষে বড় জয়ে...