দীর্ঘদিন পর প্রতিষ্ঠাকালীন নাম ফিরে পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সর্বপ্রথম একাডেমিক ভবন ইবির থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ। দীর্ঘদিন পর প্রতিষ্ঠাকালীন নাম ফিরে পেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সর্বপ্রথম একাডেমিক ভবন ইবির থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ। গত ২৮ আগস্ট অনুষ্ঠিত ২৭০তম (সাধারণ) সিন্ডিকেটে অনুষদের দাবির প্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয় । পরে রেজিস্টার প্রেরিত চিঠি পেয়ে থিওলজি অনুষদ প্রশাসনের উদ্যোগে নাম পরিবর্তন করা হলে ভবনটিতে প্রতিষ্ঠাকালীন নাম দৃশ্যমান হয়। জানা যায়, ১৯৯২ সালের নভেম্বর মাসে এই ভবন থেকেই কুষ্টিয়া ক্যাম্পাসে যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়। সময়ের পরিক্রমায় ভবনটিতে অন্যান্য অনুষদের কার্যক্রম চালু হলে এর নাম পরিবর্তন করে সাধারণভাবে 'অনুষদ ভবন' রাখা হয়। এরপর থেকেই থিওলজি অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতন্ত্র পরিচয় ফিরে পেতে নাম পরিবর্তনের দাবি তোলেন। বর্তমান ডিন অধ্যাপক ড. আ....