পরে উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান তদন্ত করে ২০২৪ সালের ৮ জুন দুজনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতার আইনে ২৫-এ ধারায় অভিযোগ পত্র দাখিল করেন। এরপর আদালত ৮ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে মঙ্গলবার দুপুরে এ রায় দেন।রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট বনি আমিন বাকলাই।রায় ঘোষণার সময় আসামি নুপুর বেগম আদালতে উপস্থিত ছিলেন এবং জসিম খলিফা জামিনে বের হয়ে পলাতক রয়েছেন। এদের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।নিউজজি/নাসি রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আক্কাস সিকদার। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট বনি আমিন বাকলাই।রায় ঘোষণার সময়...