আগামী সপ্তাহে নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সম্মেলনে তারা ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি প্রদানের উদ্যোগে যোগ দিচ্ছে লুক্সেমবার্গ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি আন্দোলন ত্বরান্বিত হয়েছে। এর পেছনে কারণ, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় দুই বছর ধরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরাইল। লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন সোমবার সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি অনেকটাই খারাপ হয়েছে। ইউরোপ এবং বিশ্বের বিভিন্ন দেশ এখন দেখাচ্ছে যে, দুই রাষ্ট্র সমাধান এখনও প্রাসঙ্গিক।’ আরও পড়ুনআরও পড়ুন‘ইসলামী বিশ্বের জন্য ন্যাটো-স্টাইলের নিরাপত্তা প্রয়োজন’ তিনি আরও বলেন, ‘এজন্য লুক্সেমবার্গ সরকার আগামী সপ্তাহের দুই রাষ্ট্র সমাধান সংক্রান্ত সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতিতে যোগ দিতে যাচ্ছে।’ জুলাইতে, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জানিয়েছিলেন, শীঘ্রই ফ্রান্সও ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দেবে। এরপর থেকে আরও একটি ডজনের বেশি পশ্চিমা দেশ একই ঘোষণা করেছে। আরও...