জানাজার সময় মৃত ব্যক্তির মুখ ঢেকে রাখা হয়। এ ছাড়া কাপড় দিয়ে মৃত ব্যক্তির মুখ বন্ধ করে রাখা হয় এবং চিবুকের নিচে একটি বালিশ বা তোয়ালে দেওয়া হয়, যা মুখ বন্ধ রাখতে সাহায্য করা হয়। তবে মৃত ব্যক্তির জানাজায় মুখ ও মাথা খোলা থাকার দৃশ্য অনেক সময়ই মসজিদুল হারামে দেখা যায়। কারণ ইহরাম অবস্থায় মৃত ব্যক্তির মুখ ও মাথা খোলা রাখার নিয়ম রয়েছে। সহীহ হাদিসে এসেছে, এক সাহাবি ইহরাম অবস্থায় মৃত্যুবরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটি শুনে বলেন,“তাকে তার ইহরামের কাপড়েই কাফন দাও, তার মাথা ও মুখ...