নবিজি (সা.) বলেছেন, অসুস্থ অবস্থায় কেউ যদি ৪০ বার দোয়া ইউনুস পড়ে, এরপর ওই অসুস্থতায়ই মারা যায়, তাহলে সে শাহাদাতের মর্যাদা লাভ করবে। অথবা আল্লাহ তাকে সুস্থতা দান করবেন এবং তার সব গুনাহ ক্ষমা করে দেবেন। সাদ ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, একদিন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, আমি কি আপনাদের বলে দেবো আল্লাহর ‘ইসমে আজম’ কী যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা সাড়া দেন, কিছু চাওয়া হলে তা দান করেন। সেটা হলো ওই দোয়া যা আল্লাহর নবি ইউনুস মাছের পেটের অন্ধকারে বসে পড়েছিলেন, لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنۡتَ سُبۡحٰنَكَ اِنِّیۡ كُنۡتُ مِنَ الظّٰلِمِیۡنَ উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জ্জালিমীন। অর্থ: আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আপনি পবিত্র, মহান। নিশ্চয় আমি ছিলাম জালিম। এক সাহাবি...