ছবিটি মুক্তির প্রথম চার দিনে জাপানে ৭.৩১ বিলিয়ন আয় করে রেকর্ড গড়েছে। মাত্র ৮ দিনেই ১০ বিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি। জাপানি সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ে ১০ বিলিয়ন স্পর্শের রেকর্ড এটি।বলা হচ্ছে নতুন সিনেমা ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ কথা। জাপানে ছবিটি মুক্তি পেয়েছে ১৮ জুলাই। এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশে ১২ সেপ্টেম্বর প্রদর্শিত হয়েছে। এবার বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সেও ছবিটি ১৬ সেপ্টেম্বর থেকে প্রদর্শিত হচ্ছে। জাপানের বিশ্ববিখ্যাত অ্যানিমে সিরিজ ‘ডেমন স্লেয়ার’। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘মুগেন ট্রেইন’ সিনেমাটি জাপানের সিনেমা ইতিহাসে সর্বোচ্চ আয় করেছে। বিশ্বজুড়ে অ্যানিমে প্রেমীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করে। এরপর আরও দুটি সিনেমা মুক্তি পেয়েছিল এই সিরিজে। সেগুলোও আগের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখে। এবার পর্দায় এসেছে নতুন ‘ডেমন স্লেয়ার’। এটি ইনফিনিটি ক্যাসল আর্কের...