চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। তবে প্যানেল আকারে মনোনয়নপত্র সংগ্রহ না করায় কে কোন পদে প্রার্থী হচ্ছেন তা এখনো জানা যায়নি। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সংগঠন দুটি। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চাকসু নির্বাচন কার্যালয় থেকে দুপুর ২টার দিকে ছাত্রদল ও ৩টার দিকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। ছাত্রদল নেতারা বলেন, প্যানেল বা জোটের বিষয়ে তারা কেন্দ্রের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। আর ছাত্রশিবিরের নেতারা আগামীকাল (বুধবার) সবকিছু পরিষ্কার করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন। মনোনয়নপত্র সংগ্রহের পর উভয় সংগঠনের নেতারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, আমরা চাকসু নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে আমাদের প্যানেল বা...