বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম ট্রেসি অ্যান জেকবসন বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান ৭ দিনব্যাপী যৌথ মহড়া “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’’ পরিদর্শন করেন। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর এ উদ্দেশ্যে তিনি বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে পৌঁছান। মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। এসময় তিনি বিভিন্ন এসএমইই (সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ এক্সচেঞ্জ) সাইট পরিদর্শন করেন এবং এসএমইই কার্যক্রম সার্চ এন্ড রেস্কিউ ম্যারিটাইম এন্ড ফ্লাড অপারেশন এবং ক্রিউ রিসোর্স ম্যানেজমেন্ট নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিশেষে, তিনি দুই দেশের বিমান বাহিনীর সদস্যগণের সাথে কুশল বিনিময় করেন। উক্ত পরিদর্শনকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর এয়ার অধিনায়ক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের...