কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের সম্মেলন।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে অভিজাত হোটেল সী-গালের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কক্সবাজারের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে বক্তারা বলেন, কক্সবাজার জেলায় আশঙ্কাজনক হারে বাল্যবিবাহ বাড়ছে, যা শুধু শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশকেই ক্ষতিগ্রস্ত করছে না; বরং দক্ষ ও মেধাভিত্তিক জনগোষ্ঠী তৈরির পথে অন্যতম বড় বাঁধা হয়ে দাঁড়াচ্ছে। অনেক অভিভাবক কন্যা শিশুকে বিয়ে দিয়ে দায় এড়াতে চান। অথচ অল্প বয়সী মেয়েরা সংসারের চাপে ভেঙে পড়ে, বিবাহ বিচ্ছেদের পর বাবার ঘরে ফিরে এসে আজীবনের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। বক্তারা জোর দিয়ে বলেন, একটি সুস্থ সমাজ গঠনে দায়িত্ববান ও পরিপূর্ণ মা তৈরি করাই প্রধান করণীয়।সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উপ-পরিচালক কৃষিবিদ আবু...