নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এ কথা বলেন তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা আগেও এ বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছি যে, নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দল বা তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। এ বিষয়ে আদালতকে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত।তিনি বলেন, আমরা ইতোমধ্যেই আদালতে যাওয়ার সুযোগ তৈরির জন্য আইন সংশোধন করেছি। সংবিধানে এ বিধান থাকলেও সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় পরিবর্তন আগে করা হয়নি, পরে তা সংশোধন করা হয়েছে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো সিদ্ধান্ত আসে, তা নির্বাচন কমিশনের মান্য করা বাধ্যতামূলক। কিন্তু অন্য কোনো প্রক্রিয়ায়, বিশেষ করে নির্বাহী আদেশের মাধ্যমে রাজনৈতিক দল...