এশিয়া কাপে বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ জয়ের কোনো বিকল্প নেই। হারলে ছিটকে যাবে আর জয় পেলে গ্রুপের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। এমন সমীকরণের ম্যাচে একাদশে বেশ কিছু পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। একাদশে চারজন খেলোয়াড়কে বদলি করেছে টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কা ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, শেখ মেহেদি, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। আফগানিস্তানের বিপক্ষে একাদশে তাদের বদলে জায়গা পেয়েছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ। এশিয়া কাপের গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। এই ডেথ গ্রুপ থেকে বাংলাদেশের সুপার ফোরে...