ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ইতিবাচক মানসিকতা ও সংলাপের মাধ্যমে এগোনোর পদ্ধতির প্রশংসা করায় সমালোচনার মুখে পড়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি। ঘটনাটি রোববারের (১৪ সেপ্টেম্বর)।এদিন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ টুর্নামেন্টের ভারত-পাকিস্তান ম্যাচ ছিল। ম্যাচের শুরুতে টসের সময় পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায় ভারতীয় ক্রিকেট দল। ম্যাচটি বিশ্লেষণ করতে পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলের আলোচনায় অংশ নেন আফ্রিদি। সেখানে তিনি বলেন, রাহুল গান্ধীর মানসিকতা ইতিবাচক। তিনি সংলাপের মাধ্যমে সবাইকে নিয়ে এগোতে চান। কিন্তু বিজেপির মানসিকতা খুবই নোংরা। একটা ইসরায়েলই কি যথেষ্ট নয়, যে আপনারা আরেকটা হতে চাইছেন? তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হলে বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি এক্সে লিখেন, রাহুল গান্ধীর নতুন একজন ভক্ত পাওয়া গেল। তিনি হলেন কলঙ্কিত পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি। যখন ভারতের শত্রুরা প্রশংসা...