নাগলিঙ্গম একটি দুর্লভ বৃক্ষ। এর ফুল বেশ আকর্ষণীয়, মনোরম। অদ্ভুত সুন্দর এ ফুলের পরাগচক্র দেখতে অনেকটা সাপের ফণার মতো। ধারণা করা হয়, এ কারণেই এ ফুলের নাম নাগলিঙ্গম। বাংলাদেশে প্রায় ১০০ নাগলিঙ্গম গাছ রয়েছে। এর মধ্যে একটি রয়েছে রাজশাহী শাহ মখদুম কলেজ। প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলেছে রাজশাহী শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে দৃষ্টিনন্দন নাগলিঙ্গম গাছের গোড়া ফুঁড়ে বের হওয়া হাজারও ফুল। লম্বা লতার মতো ছোট ছোট হাজারও কুঁড়ি থেকে নাগলিঙ্গমের ফুল ও গোলাকার ফল বের হয়েছে। নাগলিঙ্গম বা হাতির জোলাপ গাছের ইংরেজি নাম 'cannonball tree' এবং বৈজ্ঞানিক নাম Couroupita guianensis, যা Lecythidaceae পরিবারভুক্ত। এর আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চল। দুই-তিন হাজার বছর ধরে ভারতে জন্মানোর কারণে অনেকে এ বৃক্ষটির উৎপত্তিস্থল ভারতকেও বিবেচনা করে থাকেন। নাগলিঙ্গমের প্রধান বৈশিষ্ট্য হলো এর...