আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ চূড়ায় উঠেছে। মার্কিন ডলারের দুর্বলতা ও ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর কারণে এই দাম বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে তিন হাজার ৬৯৯ ডলার ছাড়িয়ে যায়, যা সর্বকালের সর্বোচ্চ রেকর্ড। দিনের শেষে এটি কিছুটা কমে তিন হাজার ৬৯৬ দশমিক ৩৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে, ডিসেম্বরের জন্য মার্কিন গোল্ড ফিউচারও ০.৪ শতাংশ বেড়ে তিন হাজার ৭৩৩ দশমিক ৭০ ডলারে লেনদেন হয়েছে। স্বর্ণের দামের এই উল্লম্ফনের মূল কারণ হলো মার্কিন ডলারের দুর্বলতা। প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ডলার দুই মাসেরও বেশি সময় ধরে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে, যার ফলে অন্যান্য মুদ্রার অধিকারী ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা সহজ হয়েছে। বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক ঝুঁকির কারণে স্বর্ণের চাহিদা...