অস্কারজয়ী অভিনেতা, পরিচালক এবং স্বাধীন চলচ্চিত্রের পথপ্রদর্শক (সানড্যান্স ফেস্টিভ্যালের প্রতিষ্ঠাতা) রবার্ট রেডফোর্ড ৮৯ বছর বয়সে মারা গেছেন। তার জনসংযোগ কর্মকর্তা সিন্ডি বার্জার মঙ্গলবার এক বিবৃতিতে জানান, রেডফোর্ড তার প্রিয় স্থান উটাহ রাজ্যের পর্বতমালার সানড্যান্সে নিজের বাড়িতে, প্রিয়জনদের মাঝে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রেডফোর্ডের অভিনিত সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে অল দ্য প্রেসিডেন্টস’ ম্যান ও বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সান্ডেন্স কিড। সিনেমা দুটিতে তার অভিনয় দক্ষতা ক্লাসিক হিসেবে সমাদৃত। ১৯৬৯ সালের হিপি ওয়েস্টার্ন বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সান্ডেন্স কিড সিনেমায় পল নিউম্যানের সঙ্গে তার যুগল অভিনয় তাকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়। সোনালি চুল আর ফ্রিকলওয়ালা মুখের আকর্ষণীয় এই নায়ক তৎক্ষণাৎ হলিউডের হার্টথ্রব হয়ে ওঠেন। পরে তিনি আউট অব আফ্রিকাতে রোমান্টিক চরিত্রে অভিনয় করে দর্শক প্রিয়তা পেয়েছেন। দ্যা ক্যান্ডিডেট ও অল দ্য...