চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহের সময় শেষ হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে দেখা গিয়েছে উপচেপড়া ভিড়। মনোনয়ন বিক্রি হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে। চাকসু নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন যুগান্তরকে জানান, শেষদিন আমরা ব্যাপক উপস্থিতি দেখতে পেয়েছি। এখন পর্যন্ত তিনদিনে কেন্দ্রীয় সংসদে৪৭৪জন এবং হল সংসদে৫৮৯জন মনোনয়ন নিয়েছে। যত সময় লাগুক আমরা আজকেই মনোনয়ন বিক্রি শেষ করব। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সময়সীমা থাকলেও শিক্ষার্থীদের ভিড়ের কারণে কার্যক্রম বাড়িয়ে দেওয়া হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, হল সংসদে ৫৮৯ জন মনোনয়ন নিয়েছেন। যার মধ্যে আলাওল হলে ৩৮ জন, এফ রহমান হলে ৪২ জন, শাহজালাল হলে ৪১ জন, শাহ আমানত হলে ৪৪ জন, সোহরাওয়ার্দী হলে ৭২ জন, শহীদ আব্দুর রব হলে ৩৭...