যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশে যে বাড়তি সম্পূরক শুল্ক আরোপ করেছে ডনাল্ড ট্রাম্প প্রশাসন, তাতে পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের আয় সোয়া ১ বিলিয়ন ডলার কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) এর চেয়ারম্যান এম এ রাজ্জাক। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এমন হিসাব তুলে ধরেন তিনি। ‘যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের দুশ্চিন্তা ও সুযোগ’ নিয়ে এ কর্মশালায় অর্থনীতিবিদ রাজ্জাক বলেন, “যে সিমুলেশন আমরা করেছি, আমরা দেখতে পাচ্ছি, রেসিপ্রোকাল ট্যারিফ কার্যকর হলে যুক্তরাষ্ট্র যত রেডিমেইড গার্মেন্টস ইম্পোর্ট করে, সেটা এ বছর ১২ শতাংশ ফল করবে। “রাফলি যদি আপনারা ধরেন যে রেসিপ্রোকাল ট্যারিফের আগে ইউএস ৮০ থেকে ৮৪ বিলিয়ন ডলারের রেডিমেইড গার্মেন্টস আমদানি করত, এখন যদি ১২...