‘জিতো পাকিস্তান’ ও ‘শান-ই-রামজান’–এর মতো টিভি অনুষ্ঠানে অংশ নিয়ে পরিচিতি পাওয়া শিশুশিল্পী উমর শাহ গতকাল সোমবার মারা গেছে। উমর শাহের বয়স হয়েছিল ১৫ বছর। সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন উমরের বড় ভাই, টিকটক তারকা আহমেদ শাহ; যিনি ‘পিছে দেখো’ সংলাপের জন্য রাতারাতি পরিচিতি পান। কী হয়েছিল উমরের—উমরের চাচা দানিয়াল শাহ জানান, গত রোববার রাতে হঠাৎ করেই উমরের শারীরিক অবস্থার অবনতি ঘটে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে সে বমি করলে ফুসফুসে তরল জমে যায়, পরে মৃত্যু হয়। দানিয়াল শাহ জানান, এর আগে তাঁদের বাড়িতে একটি বিষধর সাপ মারা হয়েছিল। সাপের কামড়ে উমরের মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে উমরের বড় ভাই আহমেদ শাহ লেখেন, ‘আমাদের পরিবারের ছোট্ট উজ্জ্বল তারা উমর শাহ আল্লাহর...