দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে ভোটার তালিকা প্রকাশ ও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদে প্রার্থী হয়েছেন মোট ৩২০ জন। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে লড়বেন ১৮ জন। ঘোষিত ১১টি প্যানেলের মধ্যে ১০টিতে ভিপি প্রার্থী রয়েছে, একটিতে নেই ভিপি ও জিএস পদপ্রার্থী।প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ার পর থেকে ক্যাম্পাসজুড়ে নির্বাচনী আমেজ বিরাজ করছে। আবাসিক হল, একাডেমিক ভবন কিংবা আড্ডাস্থল— সবখানেই আলোচনার মূল বিষয় রাকসু নির্বাচন। প্রার্থীদের ভাবমূর্তি, অভিজ্ঞতা ও কার্যক্রম নিয়ে শিক্ষার্থীরা নানা বিশ্লেষণ করছেন। জুলাই অভ্যুত্থানে প্রার্থীদের ভূমিকা নিয়েও চলছে আলোচনা।নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ছুড়ছেন প্রতিশ্রুতির ফুলঝুড়ি। ক্লাস-পরীক্ষার অনিয়ম দূরীকরণ, র্যাগিং প্রতিরোধ, লাইব্রেরিতে পর্যাপ্ত আসনসংখ্যা নিশ্চিতকরণ, হলে গরমকালে পানির সংকট সমাধান কিংবা মশার...